Breaking

Friday, August 1, 2025

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচন কমিশনে এনসিপির দাবি পেশ

 প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচন কমিশনে এনসিপির দাবি পেশ



বিশেষ প্রতিবেদন, অনিকেত পান্থ 

        ১। সকল দেশে অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে ও নিবন্ধনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ১৪ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে : অনলাইনে নিবন্ধন চালু এবং শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। কোন দেশে, কবে, কীভাবে নিবন্ধন হবে—তার রোডম্যাপ স্পষ্টভাবে জানাতে হবে যেন প্রবাসীরা প্রস্তুতি নিতে পারেন।

        ২। ভোটগণনা ও ট্র্যাকিং কীভাবে স্বচ্ছতার সাথে নিশ্চিত হবে তা ১৪ আগস্টের মধ্যে জানাতে হবে :  পোস্টাল বা অনলাইন ব্যালটে দেওয়া ভোট কীভাবে সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হবে, কীভাবে তা ট্র্যাক করা যাবে এবং ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা কীভাবে রক্ষা করা হবে—এসব প্রশ্নের সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে হবে।

         ৩। প্রবাসী ভোটারদের উদ্বেগ দূর করতে প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিং ও আপডেট প্রদান করতে হবে, এবং কোন দেশে, কী প্রক্রিয়ায় ভোটগ্রহণ হবে তা ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করতে হবে।

  প্রধান নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন ,

      ১/ যাঁদের মেশিন রিডেবল পাসপোর্ট আছে  তাঁদের পাসপোর্টে থাকা NID নম্বর দিয়ে তাঁরা অতিশীঘ্রই অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

       ২/ এর বাইরে ৪২টি দেশে নতুন ভোটার নিবন্ধনের কাজ দ্রুতগতিতে শুরু হচ্ছে এবং ১৪টি দেশে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

      ৩/ ভোটগণনা ও ট্র্যাকিং কীভাবে স্বচ্ছতার সাথে নিশ্চিত হবে তা বিভিন্ন অংশীদারদের অংশগ্রহণে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।

      এর পাশাপাশি, তাঁরা ১৪ আগস্টের মধ্যে প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিং ও আপডেট প্রদান এবং একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রদান করার জন্য সম্মত হয়েছেন।

No comments:

Post a Comment