প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচন কমিশনে এনসিপির দাবি পেশ
বিশেষ প্রতিবেদন, অনিকেত পান্থ
১। সকল দেশে অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে ও নিবন্ধনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ১৪ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে : অনলাইনে নিবন্ধন চালু এবং শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে। কোন দেশে, কবে, কীভাবে নিবন্ধন হবে—তার রোডম্যাপ স্পষ্টভাবে জানাতে হবে যেন প্রবাসীরা প্রস্তুতি নিতে পারেন।
২। ভোটগণনা ও ট্র্যাকিং কীভাবে স্বচ্ছতার সাথে নিশ্চিত হবে তা ১৪ আগস্টের মধ্যে জানাতে হবে : পোস্টাল বা অনলাইন ব্যালটে দেওয়া ভোট কীভাবে সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হবে, কীভাবে তা ট্র্যাক করা যাবে এবং ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা কীভাবে রক্ষা করা হবে—এসব প্রশ্নের সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে হবে।
৩। প্রবাসী ভোটারদের উদ্বেগ দূর করতে প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিং ও আপডেট প্রদান করতে হবে, এবং কোন দেশে, কী প্রক্রিয়ায় ভোটগ্রহণ হবে তা ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে প্রকাশ করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন ,
১/ যাঁদের মেশিন রিডেবল পাসপোর্ট আছে তাঁদের পাসপোর্টে থাকা NID নম্বর দিয়ে তাঁরা অতিশীঘ্রই অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
২/ এর বাইরে ৪২টি দেশে নতুন ভোটার নিবন্ধনের কাজ দ্রুতগতিতে শুরু হচ্ছে এবং ১৪টি দেশে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
৩/ ভোটগণনা ও ট্র্যাকিং কীভাবে স্বচ্ছতার সাথে নিশ্চিত হবে তা বিভিন্ন অংশীদারদের অংশগ্রহণে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।
এর পাশাপাশি, তাঁরা ১৪ আগস্টের মধ্যে প্রতি দুই সপ্তাহ অন্তর একটি অনলাইন ব্রিফিং ও আপডেট প্রদান এবং একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রদান করার জন্য সম্মত হয়েছেন।
No comments:
Post a Comment